for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:৫৩:২৭
প্রথম ইনিংসে অল্প কিছু রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের পেসারদের তোপের পর বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে তারা গুটিয়ে গেল দুইশর নিচে। সহজ লক্ষ্য তাড়ায় মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা পাচ্ছে জয়ের সুবাস। আরেক ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি দক্ষিণাঞ্চলের অমিত হাসান ও তৌহিদ হৃদয়। ওই লড়াই এগোচ্ছে ড্রয়ের দিকে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। ক্রিজে আছেন ওপেনার মিঠুন ৫৪ বলে ৪২ রানে। তিনে নামা সৌম্য খেলছেন ৬৯ বলে ৩৩ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৬২ রান। আরেক ওপেনার মিজানুর রহমান ১৫ বলে ১২ করে শিকার হন এনামুল হকের।
১৯৯ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আরও ১১২ রান দরকার মধ্যাঞ্চলের। তাদের হাতে রয়েছে ৯ উইকেট। এর আগে ২২৭ রানে থামে দলটির প্রথম ইনিংস। তাতে ১৮ রানের লিড পায় প্রথম ইনিংসে ২৪৫ রান তোলা পূর্বাঞ্চল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় তারা অলআউট হয় মাত্র ১৮০ রানে।
দ্বিতীয় দিনের ৯ উইকেটে ২২৩ রান নিয়ে খেলতে নেমে আর মাত্র ৪ রান যোগ করতে পারে মধ্যাঞ্চল। রবিউল হক এলবিডব্লিউ হন তানভীর ইসলামের ডেলিভারিতে। তিনি ৩ উইকেট নেন ৪২ রানে। আসাদুজ্জামান পায়েল সমানসংখ্যক উইকেট দখল করতে দেন ৪৯ রান।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের পেসারদের তোপের মুখে পড়ে পূর্বাঞ্চল। ৫১ রানে তারা খোয়ায় ৬ উইকেট। দুই অঙ্কে পৌঁছান কেবল মোহাম্মদ আশরাফুল (৪৫ বলে ১৬ রান) ও নাদিফ চৌধুরী (২৭ বলে ১০ রান)। দলটির চরম বিপর্যয়ে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও নাঈম হাসান। দুজনই পান ফিফটি। এই জুটি ভাঙার পর পূর্বাঞ্চলের ইনিংস মুড়িয়ে দেন মুরাদ।
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৫৬ বলে ৫৪ রান করেন প্রিতম। তিনি ক্যাচ দেন মিজানুর রহমানের হাতে। তানভীর এলবিডব্লিউ হন রানের খাতা খোলার আগে। ৮৮ বলে ৬৮ করে স্টাম্পড হন নাঈম। এরপর শেষ ব্যাটার হিসেবে শূন্য রানে বিদায় নেন পায়েল। ৩৭ রানে ৪ উইকেট দখল করে মধ্যাঞ্চলের সফলতম বোলার মুরাদ। আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি করে উইকেট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের ৩৮৫ রানের জবাবে দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ৩ উইকেটে ৩৫০। তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের একটি করে ইনিংসও এখনও শেষ না হওয়ায় এই ম্যাচে ফল আসার সম্ভাবনা ক্ষীণ। আগের দিনের ২ উইকেটে ১১২ রান নিয়ে খেলতে নামে উত্তরাঞ্চল। গোটা দিনে কেবল ১ উইকেট হারিয়ে তারা যোগ করে আরও ২৩৮ রান। তৃতীয় উইকেটে অমিত ও হৃদয়ের জুটিতে আসে ২৫৮ রান।
১৩ চার ও ৩ ছয়ের সাহায্যে হৃদয় ২৮৬ বলে ১৫৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী জাকির হাসান খেলছেন ৪০ বলে ১৭ রানে। মোহাম্মদ শরিফুল্লাহর শিকার হয়ে অমিত সাজঘরে ফেরেন ১৩১ রানে। ৩৭৩ বলের ইনিংসে ১২ চার মারেন তিনি।
For add
For add
For add
For add
for Add