for Add
বাসস : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১০:১৭:৩৩
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, সেমিফাইনালের পাওয়ার প্লেতে দারুণ ফর্মে থাকা পাকিস্তানী পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের লড়াইটাই ম্যাচের ভাগ্য গড়ে দিবে।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত বেশ ভাল দক্ষতা প্রদর্শন করেছে পাকিস্তান। জয় পেয়েছে ৫ ম্যাচের সব ক’টিতে। অপরদিকে ইংল্যান্ডের কাছে হেরে যাবার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক ফিঞ্চের মতে শাহিনের সঙ্গে নতুন বলের লড়াইয়ের দক্ষতার উপরই নির্ভর করছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন।
ফিঞ্চ বলেন,‘ টুর্নামেন্টে এখনো পর্যন্ত যেটি দেখেছি তাতে মনে হয়েছে পাওয়ার প্লেতে দুই দলের ব্যাটিং-বোলিং ম্যাচের ভাগ্য গড়ে দিবে। অবশ্য মিডল ওভারের গভীরতা এবং ডেথ ওভারের সামর্থ্যও জয় পরাজয়ের নিয়ামক হতে পারে। তবে পাওয়ার প্লে হচ্ছে ম্যাচ জয়ের আসল চাবিকাঠি। শাহিন সত্যিকার অর্থেই দারুণ ফর্মে আছেন। তাই তার বিপক্ষেই যে আমাদের আসল লড়াই, সে বিষয়ে কোন সন্দেহ নেই।’
সেমিফাইনালে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলবে বলে স্বীকার করেছেন অসি অধিনায়ক। তবে তিনি এটিও বলেছেন, কাগজে কলমে আলোচনায় না থাকলেও তার দল শিরোপা জয়ের দিকেই তাকিয়ে আছে।
ফিঞ্চ বলেন, ‘পাকিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে। পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিংয়ে তাদের পারফরম্যান্স সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। আপনি যদি বিগত কয়েকটি সিরিজের দিকে তাকান সেখানে এই ফরমেটের ক্রিকেটে আমাদের পক্ষে কোন বক্তব্য নেই।’
ইনিংসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে ডেভিড ওয়ার্নারকে। এটি হবে তার আরেকটি পরীক্ষা। টুর্নামেন্টে এই ওপেনার দলকে এগিয়ে নেবার পথে প্রচুর সময় ব্যয় করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খুব একটা ভাল করতে পারেননি তিনি। যে কারণে দলের নিয়মিত একাদশ থেকেও ছিটকে পড়েছিলেন তিনি।
অবশ্য অস্ট্রেলীয় শিবিরে যোগ দেয়ার পর নিজের ফর্ম কিছুটা ফিরে পেয়েছেন ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে তিনি দুটি হাফ-সেঞ্চুরিও করেছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংস উল্লেখযোগ্য।
ফিঞ্চ বলেন, ‘ডেভিডের ফর্ম নিয়ে আমি কখনো উদ্বিগ্ন ছিলাম না। আমাদের যুগে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। আপনারা হয়তো আইপিএলে তার দক্ষতা উপভোগ করতে পারেননি। কিন্তু আইপিএলের সঙ্গে এখানকার পারফরম্যান্সের মধ্যে অনেক ব্যবধান ছিল। যে কারণে আমি কখনো তাকে নিয়ে চিন্তিত ছিলাম না। তিনি কঠোর অনুশীলন করেছেন, মানসিকভাবে সতেজ এবং সেরা অবস্থানে আছেন। ফিট ও ফায়ারিংয়ে তাকে সেরা অবস্থানে দেখে আমার দারুণ লাগছে। ’
For add
For add
For add
For add
for Add