for Add
বাসস : ২১ এপ্রিল ২০২১, বুধবার, ১৭:৩৭:৫৮
জুন মাসের আগে টোকিও অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না কত সংখ্যক দর্শককে তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিবে। জাপানে প্রতিনিয়ত করোনাভাইরাস পরিস্থিতি পাল্টে যাওয়ায় বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে আয়োজকরা।
ইতোমধ্যেই করোনা মহামারীর কারণে বিদেশী সমর্থকদের এবারের গেমসে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করেছে স্থানীয় আয়োজক কমিটি। এপ্রিলেই স্থানীয় সমর্থকদের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।
কিন্তু জাপানিজ গণমাধ্যম সূত্রমতে জানা গেছে বিষয়টি এখন জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ২৩ জুলাই থেকে গেমস শুরু হতে যাচ্ছে। সে কারণেই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় আয়োজক জাপান। এ কারণে টিকিট বিক্রিও এখন পিছিয়ে দেয়া হবে। করোনাভাইরাস পরিস্থিতি শেষ মুহূর্ত পর্যন্ত কোন পর্যায়ে যায় তার উপর নির্ভর করেই দর্শকসংখ্যা নিরূপণ করা হবে।
এদিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ব্যাপারেও প্রতিনিয়তই সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে জাপানকে। আগে প্রতি চার দিন অন্তর খেলোয়াড়দের করোনা পরীক্ষার কথা থাকলেও এটা এখন প্রতিদিনিই করার সিদ্ধান্ত হয়েছে। জাপানে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনার প্রকোপ। যে কারণে এক পর্যায়ে পূনরায় গেমস বাতিলের বিষয়টিও এখন গুরুত্ব সহকারে সামনে চলে এসেছে। গেমসের আগে পরীক্ষমূলক কিছু ইভেন্টও সে কারণে বাতিল অথবা অন্যত্র সরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে।
For add
For add
For add
For add
for Add