for Add
: ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৫:৫৪:৫৫
নিজস্ব প্রতিবেদক: ১৫৩ রানের মামুলি টার্গেট। এই টার্গেট পার হতে খুব বেশি বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ায় চলমান ত্রি-দেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ভারতকে হেসে-খেলে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। মাত্র ২৭.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইয়ন মর্গ্যানের দল। হাতে বাকি ছিল ১৩৫ বল।
মূলতঃ শুরুতেই স্টিভেন ফিন আর জেমস এন্ডারসনের তোপের মুখে পড়ে মাত্র ১৫৩ রানে অলআউট হয় ভারত। এরপর বোলিং দিয়েও ইংলিশদের কাবু করতে পারেনি ধোনির দল।
শুরুতে অবশ্য (২৫ রানে) মঈন আলির উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর ইয়ান বেল আর জেমস টেলর দেখে-শুনে ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের লক্ষ্যে। ৯১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন বেল। আর ৬৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন জেমস টেলর।
ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতে পড়েছিল ফিনের তোপের মুখে। ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর মহেন্দ্র সিং ধোনি আর স্টুয়ার্ট বিনি। ৭০ রানের জুটি গড়ে এ দু’জন চেষ্টা করেছিলেন বিপর্যয় থামাতে। কিন্তু জেমন এন্ডারসন এসে ভেঙে দিলেন এই জুটিও।
টসে জিতে ব্যাট করতে নেমে এন্ডারসন তোপের মুখে পড়ে ভারতীয় ইনিংস। শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন এন্ডারসন। তবে রাহানে আর রাইডু মিলে ৫৬ রানের জুটি গড়ে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলাতে। কিন্তু হঠাৎই স্টিভেন ফিন ঝড় তোলেন। রাহানে, রাইডু এবং কোহলির উইকেট তুলে নেন তিনি। রায়নাকে ফেরান মঈন আলি।
৬৭ রানেই নাই হয়ে যায় ৫ উইকেট। এর পর অধিনায়ক ধোনি এবং স্টুয়ার্ট বিনি জুটি গড়ে চেষ্টা করেন ভারতকে এগিয়ে নেওয়ার। কিন্তু স্টিভেন ফিন যখন আবারও এলেন বোলিংয়ে তখন ৩৪ রানে থাকা ধোনি উইকেট হারান। এরপর এন্ডারসন তুলে নেন সর্বোচ্চ ৪৪ রান করা বিনিকে।
বাক ইউকেটগুলো ভাগ করে নেন ফিন এর এন্ডারসন। ৩৯.৩ ওভারে ১৫৩ রানে ভারত যখন অলআউট হল, তখন ফিনের নামের পাশে ৩৩ রানে ৫ উইকেট এবং এন্ডারসনের নামের পাশে ১৮ রানে ৪ উইকেট শোভা পাচ্ছিল।
For add
For add
For add
For add
for Add