for Add

আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা

এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার ৬ উইকেটে জয়ে সুপার ফোর নিশ্চিত হয় টাইগারদের। 

৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে নাম লেখায় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করল আফগানিস্তান। 

সুপার ফোরে ২০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন। 

ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে ১৫ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের। ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় আফগানরা। এসময় দারউইশ রাসুলি ৯, আজমতুল্লাহ ওমারজাই ৬ ও ইব্রাহিম জাদরান ২৪ রানে আউট হন। 

সপ্তম উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৪ রান করা রশিদকে শিকার করে জুটি ভাঙ্গেন থুসারা। 

১৮তম ওভারের প্রথম ডেলিভারিতে রশিদ ফেরার পরের পাঁচ বল থেকে ৬ রান পায় আফগানিস্তান। ১৯তম ওভারে নবির ৩টি চারে ১৭ রান ওঠে। 

স্পিনার দুনিথ ওয়েলালাগের শেষ ওভার থেকে পাঁচটি ছক্কায় ৩২ রান তুলেন নবি। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

ইনিংসের শেষ বলে রান আউটের আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন নূর আহমাদ। শ্রীলংকার থুসারা ১৮ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। ব্যক্তিগত ২৮ রানে কুশল পেরেরা থামলে ব্রেক-থ্রু পায় আফগানিস্তান। পাঁচ নম্বরে নামা চারিথ আসালঙ্কাকে ১৭ রানে শিকার করে লড়াইয়ে ফিরে আফগানরা। 

কিন্তু পঞ্চম উইকেটে ২৩ বলে বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকী থাকতে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

১০টি চারে কুশল মেন্ডিস ৫২ বলে অপরাজিত ৭৪ এবং ২টি ছক্কায় ১৩ বলে ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন কামিন্দু।

আফগানিস্তানের মুজিব-ওমারজাই-নবি ও নূর ১টি করে উইকেট নেন।

সব সংবাদ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে গলদঘর্ম বাফুফে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই উপলক্ষে হকির ক্যাম্প শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add