for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ২৩:৫৯:২৭
বঙ্গবন্ধু ৩১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই চারটি নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ মঙ্গলবার চারটি নয়া রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক, পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই, নারীদের ২০০ মিটার বাটারফ্লাই ও পুরুষদের ১০০ মিটার রিলেতে। প্রথম দিনে ১০ টি ইভেন্টের ফয়সালা হয়েছে।
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ০০:২৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের আগের রেকর্ড ছিল বাংলাদেশ নৌবাহিনীর জুয়েল আহমেদের (০০:২৮.১২ সে.)। তিনি পেয়েছেন রৌপ্য।
পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর জুয়েল আহমেদ ২:১০.২৪ মিনিট সময় তিনি নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের আগের রেকডও ছিল তার (২:১১.৫৭ মিনিট)। তিনি নিজের টাইমিং আরও ভালো করে স্বর্ণ জিতলেন।
নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ২:৩১.৭৫ মিনিট সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের পূর্বের রেকর্ড ছিল জুনাইনা আহমেদের (২:৩৪.১৪ মিনিট)।
পুরুষদের ১০০ মিটার রিলেতে ৩:৩৫.৮০ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এই ইভেন্টের পুরনো জাতীয় রেকর্ড ছিল বাংলাদেশ সেনাবাহিনীর (৩:৩৮.৮৫ মিনিট)।
প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৯ স্বর্ণ, ৬ রৌপ্য, ২ ব্রোঞ্জ পদক পেয়ে শীর্ষে আছে। বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ২ স্বর্ণ, ২ রৌপ্য ও ৫ ব্রোঞ্জ এবং বিকেএসপি পেয়েছে ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ পদক।
For add
For add
For add
For add
for Add