for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ অক্টোবর ২০১৬, বুধবার, ২০:৪১:২০
দুর্ভাগ্যক্রমে চ্যাম্পিয়ন হতে না পারলেও যুব হকি দল সবার মন জয় করেছে। এবার সিনিয়র দলের পালা। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ। এ টুর্নামেন্টের জন্য জাতীয় দলের ক্যাম্প হবে জার্মানিতে। সেখানে এখন অবস্থান করছেন ৯ খেলোয়াড়-রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, ইমরান পিন্টু, শিতুল, সারওয়ার, তাপশ, ইমন ও কৌশিক। বাকিরা যাবেন ১৩ অক্টোবর। জার্মানিতে ক্যাম্প হবে ২০ জন নিয়ে। ওই ৯ জনসহ বাংলাদেশ হকি ফেডারেশন প্রাথমিকভাবে বাছাই করেছে ৩৫ জন। আজ(বুধবার) বিকালে স্থানীয় কোচ মাহবুব হারুনের কাছে ছিল রিপোর্টিং। ২৬ জনের মধ্যে ২৩ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে অনুশীলন শুরু হবে মওলানা ভাসানী স্টেডিয়ামে। জার্মানিতে যে ৯ জন আছেন তাদের সবাই ২০ জনের তালিকায় না থাকতে পারেন।
জার্মানিতে অনুশীলনের পাশাপাশি ৬ টি প্রস্তুতি ম্যাচও খেলবে হকি দল। এর তিনটি অস্ট্রিয়া, পোল্যান্ড ও ফ্রান্স জাতীয় দলের বিপক্ষে। বাকি ৩টি ম্যাচ জার্মানির বিভিন্ন ক্লাবের বিপক্ষে। ১ নভেম্বর দেশে আসার পর আরও কয়েক দিনের অনুশীলনের মাধ্য গঠন হবে চূড়ান্ত দল।
৩৫ জনের প্রাথমিক দল
গোল রক্ষক-অসীম গোপ, জাহিদ হোসেন, আবু সাইদ নিপ্পন, মুহিতুল ইসলাম, প্রবীর কুমার ঘোষ। রক্ষনভাগ-মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, ইমরান হাসান পিন্টু, রেজাউল করীম বাবু, শফিউল আলম শিশির, রোকনুজ্জামান সোহাগ, বেলাল হোসেন, তাপস বর্মন, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান। মধ্যমাঠ-সারোয়ার হোসেন, সাব্বির রানা, রাসেল মাহমুদ জিমি, রুম্মান সরকার, ফজলে হোসেন রাব্বি, নাঈম উদ্দিন, কামরুজ্জামান রানা, হাসান যুবায়ের নিলয়, মাহবুব হোসেন, রাজু আহমেদ। আক্রমণভাগ-পুস্কর ক্ষিসা মিমো, কৃষ্ণ কুমার দাস, রাব্বি সালেহীন রকি, মো. মহসিন, মাইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন, দ্বিন ইসলাম ইমন, আরশাদ হোসেন।
এদের মধ্যে রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, ইমরান পিন্টু, শিতুল, সারওয়ার, তাপশ, ইমন ও কৌশিক আছেন জার্মানিতে।
For add
For add
For add
For add
for Add