for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০১৬, রবিবার, ২২:২৬:২৬
প্রথমবারের মতো ইরানবধ। তাও রিতীমত বিধ্বস্ত করে। দুর্দান্ত এ শুরুর পর উজ্জীবিত বাংলাদেশের কিশোরীরা ফুটবলাররা। তবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা পা রাখছেন মাটিতেই। আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর।
আজ(রবিবার) বাফুফের কৃত্রিম টার্ফে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ সময় কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘ইরানকে হারিয়ে বড় বাঁধা পেরোলেও কাজ শেষ হয়ে যায়নি। আমাদের মূল ফোকাস ইরানে থাকলেও সব দলকে সমান ভাবে দেখছি। কাউকে ছোট ভাবা বুদ্ধিমানের কাজ হবে না। ম্যাচের পর মেয়েদের বলেছি, আরও ৪ ম্যাচ বাকি, অনেক দূর যেতে হবে। আমাদের টার্গেট প্রতি ম্যাচে ৩ পয়েন্ট। সিঙ্গাপুরের বিপক্ষেও একই পরিকল্পনা। এখন সতর্ক হয়ে পরের ম্যাচগুলোয় নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।’
ইরানের বিপক্ষে ম্যাচ সম্পর্কে ছোটন বলেন, ‘গত ম্যাচে দল ভালো খেলেছে। চাপ ছিল না। তবে প্রথমার্ধে কিছুটা নার্ভাস ছিলো। তাড়াহুড়ো করে বেশ কিছু সুযোগ নষ্ট করে মেয়েরা। নাহলে আরও গোল হতে পারত। প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধে গোল হয়েছে, আমরা গোল করাটা অব্যাহত রাখতে চাই।’ সিঙ্গাপুর সম্পর্কে ছোটন বলেন, ‘ওদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমিরাতের বিপক্ষে ওদের গত ম্যাচটা দেখেছি। ভালো দল, প্রতিভা আছে, গুছিয়ে খেলার চেষ্টা করে।’
সিঙ্গাপুরের হেড কোচ চেন কাই ইং বলেন, ‘ভবিষ্যতের দল গঠনের জন্য অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। এখানে অন্য দলগুলোর সঙ্গে খেলে মেয়েরা অনেক কিছু শিখবে। তবে কোনও দলকে সহজে ছাড়ব না । বাংলাদেশের খেলা দেখেছি; ওরা স্বাগতিক, অনেক ভালো দলও। সানজিদা, মৌসুমী ও স্বপ্না খুবই আক্রমণাত্মক খেলোয়াড়। ওদের নিয়ে ভিন্ন পরিকল্পনা রাখতে হবে। আমিরাতের সঙ্গে ড্র করেছি। কিছু দুর্বলতা ছিলো, তারপরও খুশি। বাংলাদেশের বিপক্ষে জিতব বলতে পারছি না, তবে চেষ্টা থাকবে সামর্থের শতভাগ দিতে।
For add
For add
For add
For add
for Add