for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০১৬, রবিবার, ১৪:৫৮:০৯
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ৷ লা লিগাতেও ভালো পারফরম্যান্স মেলে ধরেছিল সিমিওনের ছেলেরা৷ কিন্তু এবার লা লিগায় সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না তারা৷ পর পর দুই ম্যা্চ ড্র করেছে অ্যাটলেটিকো। গতকাল (শনিবার) লিগানেসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল অ্যাটলেটিকো৷ এই ড্রয়ের পরে লা লিগায় এগারো নম্বরে চলে গেল সিমিওনের দল৷
বিরতির পূর্বে বেশ আক্রমণ শানিয়েছিল সিমিওনের দল৷ কিন্তু সেই আক্রমণে তেমন ঝাঁঝ ছিল না৷ বারবার আক্রমণ করেও গোলের দরজা খুলতে পারেনি অ্যাটলেটিকো৷ মাঝপর্বে আক্রমণ শানিয়েছিল লিগানেস৷ কিন্তু তারাও কোনও গোলের দরজা খুলতে পারেনি৷
For add
For add
For add
For add
for Add