for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ আগস্ট ২০১৬, শনিবার, ১৭:৫১:০৫
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে‘সি’গ্রুপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রুখে দিয়েছে সিঙ্গাপুর। আজ(শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকালে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আরব আমিরাত প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল। ম্যাচের চারটি গোল হয়েছে ১৫ মিনিটের ব্যবধানে। ৩২ মিনিটে হাসান মোহাম্মদের গোলে এগিয়ে যায় আরব আমিরাত। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান ডরকাচ চু। ওই ইনজুরি সময়ের মধ্যেই আবার ইউএই এগিয়ে যায় সারা সামীহর গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটের মধ্যে আবার সমতা আসে ম্যাচে। সিঙ্গাপুরের সমতাসূচক গোলটি করেন পুতরি নুর ৪৭ মিনিটে।
For add
For add
For add
For add
for Add