for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০১৬, শনিবার, ১৬:১৬:০৭
সত্যিই কি মেসি ফিরবেন? নাকি নিজের সিদ্ধান্তেই অটুট থাকবেন?
এদগার্দো বাউজা আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর যখন ঘোষণা দিলেন মেসিকে ফেরানোর, ঠিক তখন থেকেই উপরের প্রশ্ন গুলো সবার মনে ঘুরছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিললো। এদগার্দো বাউজা নিজের প্রথম মিশনে শুধু সফলই নন এক রকম সুপার সফল বলা যায় তাকে। শতকোটি ভক্তদের মনে প্রশান্তি ছড়িয়ে অবসর ভেঙ্গে ফিরেছেন লিওনেল মেসি। গতকাল (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে জাতীয় দলে ফেরার কথা জানান আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
মেসি জাতীয় দলে ফেরার ঘোষণা দেওয়ার পরই আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউজা।যেখানে রাখা হয়েছে বার্সেলোনা ফরোয়ার্ডকে।
উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। প্রায় দুই মাস পর নিজের সিদ্ধান্ত বদলালেন তিনি।
For add
For add
For add
For add
for Add