for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১৩:০০:২৮
পর্তুগালের কাছে হার দিয়ে অলিম্পিক গেমস শুরু করা আর্জেন্টিনা জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচে। গতকাল (রবিবার) রাতে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় গ্রুপম্যাচে মেসিদের দেশ ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। এ জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বেঁচে থাকলো তাদের। গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল হারিয়েছে হন্ডুরাসকে। শেষ আটে যেতে হলে আর্জেন্টিনাকে পরের ম্যাচে জিততে হবে হন্ডুরাসের বিপক্ষে।
প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ভিক্টর কুয়েস্তা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত একজন কম খেলোয়াড় নিয়েই পুর্ন পয়েন্ট ছিনিয়ে নেয় ম্যারাডোনার দেশটি। দ্বিতয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যাঙ্গেল কোরেরা। ৪৭ মিনিটে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। অবশ্য বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৬৪ মিনিটে আলজেরিয়ার সোফিনার গোলে ম্যাচে সমতা ফেরে। সমতায় ফেরার তিন মিনিট পর আলজেরিয়াও দশজনের দলে পরিণত হয়। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আইয়ুব আবদেল্লাউয়ি। ৭০ মিনিটের মাথায় আর্জেন্টিনার জনাথান কালেরি গোল করলে আবারো এগিয়ে যায় আলবিসিলেস্তারা। বাকি সময় আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
For add
For add
For add
For add
for Add