for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১২:২৪:৩৫
প্রথম দুই ম্যাচ ড্র করায় অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরী হয়েছে স্বাগতিক ব্রাজিলের। অলিম্পিকের প্রথম স্বর্ণ জয়ের মিশনটা নেইমারদের শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র দিয়ে। আজ (সোমবার) বাংলাদেশ সময় সকালে পেলের দেশ দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করেছে ইরাকের বিপক্ষে। দুই ম্যাচ ২ পয়েন্ট নিয়ে এখন খাদের কিনারায় ফুটবলের দেশটি। ঘরের মাঠের বিশ্বকাপের হতশা কাটানোর জন্য অলিম্পিক স্বর্ণ জয়ের জন্য নুন-আদা খেয়ে নেমেছিল তারা। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শীর্ষে থাকা ডেনমার্ক। ব্রাজিলকে ওই ম্যাচ জিততেই হবে। এমন কি ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে।
For add
For add
For add
For add
for Add