for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ জুলাই ২০১৬, বুধবার, ১২:৪৪:২২
তিন দেশের তিন তারকা-ব্রাজিলের রোনালদিনহো, ইংল্যান্ডের রায়ান গিগস ও আর্জেন্টিনার হারনান ক্রেসপো। তিন দেশের এ তিন ফুটবলার খেলবেন ভারতেরপ্রথম আসরে। ভারত ফুটবল ফেডারেশনের আপত্তির মধ্যেই এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৫ জুলাই। অংশ নিচ্ছে ৬ টি দল।
পর্তুগালের লুইস ফিগো আর ভারতের ক্রিকেটার বিরাট কোহালিসহ অনেক তারকাদের নাম জড়িয়ে আছে প্রিমিয়ার ফুটসলের সঙ্গে। বাড়তি টমক অবশ্যই ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। তিনি খেলবেন গোয়ায়। বেঙ্গালুরু এনেছে পল স্কোলসকে। ফ্যালকাওকে দলে ভিড়িয়েছে চেন্নাই। রায়ান গিগস খেলবেন মুম্বাইয়ে এবং হারনান ক্রেসপো কলকাতায়।
ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে,এই টুর্নামেন্টের অনুমতি তারা দেবে না। প্রিমিয়ার ফুটসল নিয়ে তাই চলছে নানা জল্পনা। টেকনিক্যাল কারণ দেখিয়ে আয়োজকরা দিল্লি এবং হায়দরাবাদের নাম বাদ দিয়েছে টুর্নামেন্ট থেকে। গতকাল (মঙ্গলবার) ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। কলকাতার প্রথম ম্যাচ ১৫ জুলাই। খেলা হবে চেন্নাই আর গোয়ায়।
For add
For add
For add
For add
for Add