for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১২:০২:০৫
বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে থাকবেন কিনা সে অনিশ্চয়তা নিয়েই আজ (মঙ্গলবার) ঢাকায় এসেছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তিন মাসের জন্য তার সঙ্গে চূক্তি করার কথা বাফুফের। কিন্তু তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, সেইন্টফিটের সামনে আরও বড় সুযোগ-সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া দলের কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনে ছিল ২০ জন কোচের নাম। যেখান থেকে সংক্ষিপ্ত ৩ জনের তালিকা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সেইন্টফিট ছাড়া বাকি ২ জন হলেন নাইজেরিয়ার ভারপ্রাপ্ত কোচ ইউসুফ সালিসু ও ক্যামেরুনের সাবেক কোচ ফরাসি বংশোদ্ভূত পল লি গুয়েন। আগামী ১৮ জুলাই এ তিন জনের সাক্ষাৎকার নেবে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন।
ভোর ৫ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সেইন্টফিট সোজা চলে যান মতিঝিলস্থ বাফুফে ভবনে। দুপুরে তার কাছে রিপোর্ট করবেন প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ফুটবলার। বিকাল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নতুন শিষ্যদের নিয়ে মাঠে নামবেন সেইন্টফিট। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের জন্য এ ক্যাম্প শুরু হচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে। তবে ক্যাম্প হবে সংক্ষিপ্ত সময়ের জন্য।
For add
For add
For add
For add
for Add