for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুলাই ২০১৬, শনিবার, ১৪:১৩:৪৫
বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলতে অনুশীলনে নেমে পড়েছে নেপাল ফুটবল দল। আগামী ১৫ ও ১৭ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। নেপালের জাপানি কোচ কোজি গায়োটোকুর অধীনে গতকাল (শনিবার) মাঠে নেমে পড়েছেন অনীল গুড়ংরা। নেপাল ফুটবল দল ১৩ জুলাই ঢাকা আসবে।
বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১১ অক্টোবর ভুটানে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এ দুই ম্যাচের জন্য বাংলাদেশ নতুন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। বেলজিয়ামের কোচ টম সেইন্টফিট আগামী ১২ জুলাই নেমে পড়বেন প্রস্তুতিতে। তবে এ প্রস্তুতি এক সপ্তাহেরও কম সময়ের জন্য।
ভুটানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ দুটি গুরুত্বপুর্ন। কারণ, ভুটান-বাধা টপকাতে পারলে পরের রাউন্ডে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হবে বাংলাদেশের। তাইতো এ ম্যাচের প্রস্তুতির জন্য নেপালকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ পর্বের রাউন্ড-১ এর খেলা শেষ হয়েছে। সেখান থেকে পরের রাউন্ডে উঠেছে কম্বোডিয়া, ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান ও ইয়েমেন। রাউন্ড-২ থেকে উঠবে তিনটি দল। যেখানে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে, মালদ্বীপের প্রতিপক্ষ লাওস এবং তিমুর লেস্টের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
For add
For add
For add
For add
for Add