for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুলাই ২০১৬, সোমবার, ১৩:১৯:৫৮
অনেকেই জানতেন জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণা বড় ধরনের অভিমান। তাইতো চারিদিক থেকে আসতে থাকে অনুরোধ-‘ফিরে আসো মেসি’। কোপা আমেরিকায় চিলির কাছে হারের পর মেসি ঘোষণা দিয়েছেন-আর গায়ে জড়াবেন না আর্জেন্টিনার জার্সি। শতশত অনুরোধের পরও কোনো বক্তব্য পাওয়া যায়নি মেসির। এরই মধ্যে রাস্তায় নেমেছেন আর্জেন্টিনার মানুষ। সবারই এক কথা-ফিরে আসো মেসি। নিজ দেশের মানুষের এই ভালোবাসায় একটু হলেও মন গলেছে মেসির। তার এক ঘনিষ্টজনকে তেমন একটা আভাসও দিয়েছেন। তাহলে কি অভিমান ভেঙ্গে আবার জাতীয় দলে ফিরছেন মেসি। ফুটবল বিশ্বে এখন কোটি কোটি মানুষের প্রশ্ন একটাই।
অবসর ঘোষণার পর থেকেই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছিল বাতাসে,‘মেসি কি আসলেই আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় বলে দিয়েছেন? নাকি এ শুধুই সাময়িক অভিমান, কিছুদিন পরই আবার আকাশি-নীলে উজ্জ্বল হয়ে ফিরবেন আর্জেন্টিনা অধিনায়ক?’
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় পত্রিকা লা নাসিওনের একটি প্রতিবেদনে তেমনিই আভাস ‘লিওনেল মেসির অবসর ঘোষণাটা আসলে সাময়িক বিরতির মতোই হতে যাচ্ছে। বিরতি শেষে আবারও জাতীয় দলে ফিরবেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০০৬, ২০১০ ও ২০১৪—তিন বিশ্বকাপেই মেসির সঙ্গে খেলেছেন, এমন ঘনিষ্ঠ এক সতীর্থ লা নাসিওনকে বলেছেন, ‘ও ফিরবে। ২০১৮ বিশ্বকাপও ওর ভাবনায় আছে।’
তবে ফিরলেও কখন ফিরবেন মেসি? উত্তরটা জানতে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেপ্টেম্বরের ২ ও ৬ তারিখে উরুগুয়ে ও ভেনেজুয়েলা, এরপর আগামী অক্টোবরেও দুটি ম্যাচ—পেরু ও প্যারাগুয়ে। আগামী নভেম্বরে আছে বড় দুটি ম্যাচ, ৭ নভেম্বর ব্রাজিল, আট দিন পর কলম্বিয়া। মেসি ঠিক এর কোন ম্যাচটি দিয়ে আবারও আলবিসেলেস্তে জার্সিতে ফিরবেন, সেটি এখনই বলা যাচ্ছে না।
For add
For add
For add
For add
for Add