for Add
নিজস্ব প্রতিবেদক : ২ জুলাই ২০১৬, শনিবার, ১৮:১৭:৫১
বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ইউরোর শেষ চার নিশ্চিত করেছে ওয়েলস। গতকাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ৩-১ গোলে জয় পায় ওয়েলস। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মত ইউরোয় খেলতে এসেই সেমিফাইনালে যায়গা করে নিল দেশটি। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।
অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বেলজিয়ামই। কিন্তু দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে জয় নিয়ে মাঠ ছাড়ে গেরাথ বেলরা। ১৩ মিনিটে রাদিয়া নাইনগোলানের অসাধারণ এক গোল এগিয়ে যায় বেলজিয়াম। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা বিদ্যুৎ গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন এএস রোমার এই মিডফিল্ডার। ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরে ওয়েলস। অ্যারন রামসির কর্নারে হেডে বল জালে জড়ান উইলিয়ামস।
বিরতীর পর ম্যাচের ৫৫ মিনিটে অসাধারণ নৈপুণ্যে ওয়েলসকে এগিয়ে নেন কানু। আর ৮৫ মিনিটে দারুণ এক হেডে গোল করে বড় জয় নিশ্চিত করেন ভোগস। সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে সেমি ফাইনালে ওঠে যায় ওয়েলস।
For add
For add
For add
For add
for Add