for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ জুন ২০১৬, বুধবার, ১৪:৩০:৩৮
লিওনেল মেসির বার্সেলোনা সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ মনে করেন, অবসর ভেঙ্গে ফিরে আসবেন মেসি। কোপার ফাইনালে হেরে অবসরের ঘোষণা দেওয়া মেসির মনের অবস্থা ভালোই জানার কথা সুয়ারেজের। সুয়ারেজ মেসির ইচ্ছাকে সম্মান জানিয়ে বলেন- ‘মেসি কি সিদ্ধান্ত নেবেন সেটা বাছাই করার এখতিয়ার তার নিজের রয়েছে।’
তবে সুয়ারেজ বিশ্বাস করেন সিদ্ধান্ত পরিবর্তন করবেন মেসি। উরুগুইয়ান এই স্ট্রাইকার বলেন, ‘মেসির এভাবে চলে যাওয়াটা ফুটবলের জন্যই যেন লজ্জার। তবে আমি নিশ্চিত, তিনি অবশ্যই মত পরিবর্তন করবেন। প্রতিপক্ষ এবং সমালোচনাকারীরা যাই বলুক, আমি তো নিজে জানি, বিশ্বের সেরা ফুটবলার মেসি।’
For add
For add
For add
For add
for Add