for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ জুন ২০১৬, রবিবার, ২১:৩৪:২০
অ্যান্তোনি গ্রিজমান নৈপুন্যে পিছিয়ে পড়েও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। খেলার শুরুতেই পিছিয়ে পড়ে যখন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা দিদিয়ের দেশমের দলের, তখন ফরাসিদের পথ দেখালেন গ্রিজম্যান।
এবার ইউরো শেষ মুহূর্তের গোলের জন্য এর মাঝেই খ্যাতি পেয়ে গেলেও ফ্রান্স-আয়ারল্যান্ড ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পেয়ে যায়। ডি বক্সের ভেতর আইরিশ স্টাইকার শেন লংকে চার্জ করার কারণে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যেখান থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন রবার্ট ব্রেডি।
খেলার ৫৭ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা গ্রিজম্যান। ব্যাকারি সাঙ্গার ক্রস থেকে হেডে দারুণ এক গোল করেন গ্রিজম্যান। এর চার মিনিট পরে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এবার গোলের উৎস অলিভার জিরুদ। তার দূলপাল্লার ক্রস থেকে বল জালে জড়ান গ্রিজম্যান। ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ড-আইসল্যান্ড ম্যাচের বিজয়ীর সাথে। আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ের তৃপ্তিকে ঢেকে দেবে আদিল রামি এবং কান্টের সাসপেনশন। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল মিস করবেন এই দুইজন। দেশম কীভাবে দল সাজান পরের ম্যাচে এটাই এখন দেখার বিষয়।
For add
For add
For add
For add
for Add