for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০১৬, মঙ্গলবার, ১৩:২০:৩৩
বড় জয়ে ইউরো কাপের শেষ ষোলোতে উঠেছে ওয়েলশ। গতকাল (সোমবার) রাতে তুলুজে অনুষ্ঠিত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে গ্যারেথ বেলের দেশ ৩-০ গোলে রাশিয়াকে হারিয়েছে। এ জয় তাদেরকে কেবল নকআউট পর্বেই তোলেনি, ইংল্যান্ডকে পেছনে ফেলে করেছে গ্রুপ চ্যাম্পিয়নও। ইংল্যান্ড একই সময় অনুষ্ঠিত ম্যাচ গোলশূন্য ড্র করেছে স্লোভাকিয়ার সঙ্গে। ১১ মিনিটে অ্যারন রামসের গোলে এগিয়ে যায় ওয়েলস। ২০ মিনিটে বেলের পাস থেকে গোল করেন নিল টেলর। ৬৭ মিনিটে রাশিয়ার পরাজয় নিশ্চিত করেন গ্যারেথ বেল। অ্যারন রামসের পাস থেকে গোল করেন তিনি। টুর্নামেন্টে এটি বেলের তৃতীয় গোল।
For add
For add
For add
For add
for Add