for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুন ২০১৬, বুধবার, ২২:১২:৫০
দুই দফা উত্তেজনায় আজ (বুধবার) মোহামেডান-ঊষা ম্যাচ পুরো শেষ হতে পারে নি। দ্বিতীয়ার্ধে ঊষার পাওয়া একটি পেনাল্টি কর্ণারের পরই উত্তেজনায় ম্যাচ থেমে যায়। পরে আর খেলা মাঠে গড়ায় নি। ম্যাচে আম্পায়ারদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে রাতে লিগ কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ি ম্যাচের বাকি সময়ের খেলা আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ মোহামেডান-ঊষা ম্যাচ থেমে যাওয়ার আগে ২-২ গোলে অমিমাংশিত ছিল। ম্যাচের বাকি ১৮ মিনিটের খেলাটি আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় মাঠে গড়াবে।
For add
For add
For add
For add
for Add