for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মে ২০১৬, মঙ্গলবার, ২১:১৭:১৭
প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে আবাহনী। আজ (মঙ্গলবার) মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৯-৩ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ৬ ম্যাচে এটা আবাহনীর চতুর্থ জয়।
১৩ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন রোম্মান সরকার। দুই মিনিট পরেই শাফকাত রাসুল আরেকটি ফিল্ড গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৮ মিনিটে ওয়ান্ডারার্সের খলিলুর রহমানের ফিল্ড গোলে ব্যবধান কমে। ২৫ মিনিটে শাকিল আব্বাসি ফিল্ড গোল করলে আবাহনী আবারও এগিয়ে যায়।
৪২ মিনিটে শাকিল আব্বাসি ও ৪৫ মিনিটে তৌশিক আরশাদ পর পর দুটি ফিল্ড গোল করলে আবাহনী এগিয়ে যায় ৫-১ গোলে। ৪৮ মিনিটে যশিন্দর সিং পেনাল্টি কর্নার থেকে গোল করলে আাবারও ব্যবধান কমাতে সক্ষম হয় ওয়ান্ডারার্স (২-৫)। পরের মিনিটে মাকসুদ আলম হাবুল ফিল্ড গোল করলে ৬-২ গোলে এগিয়ে যায় আবাহনী । এরপর ৫২ ও ৫৭ মিনিটে টানা দুটি পিসি থেকে গোল করেন আবাহনীর মোহাম্মদ ইরফান। ফলে ব্যবধান দাঁড়ায় ৮-২। ৬৩ মিনিটে ওয়ান্ডরার্সের জগজিত সিং ফিল্ড গোল করেন (৩-৮)। ৬৬ মিনিটে পিসি থেকে দলের নবম গোলটি করেন আবাহনীর ইরফান (৯-৩)।
আবাহনী১৪ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান দ্বিতীয়। ঊষা ক্রীড়া চক্র পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষ অবস্থানে। ৬ ম্যাচে ওয়ান্ডারার্সের এটি দ্বিতীয় হার। তিন জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১০। তাদের অবস্থান পঞ্চম।
For add
For add
For add
For add
for Add