for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ মে ২০১৬, বৃহস্পতিবার, ২০:০৯:০০
হকিতে আবারও মোহামেডানের গোল উৎসব দেখলো দর্শকরা। গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকিতে নিজেদের প্রথম ম্যাচে ঐতিয্যবাহী দলটি আজাদ এসসিকে হারিয়ে ছিল ১২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংকে ৩-১ এবং তৃতীয় ম্যাচে অ্যাজাক্সকে ৬-১ গোলে হারানোর পর আজ (বৃহস্পতিবার) সাধারণ বীমাকে ৮-০ গোলে হারিয়েছে দলটি। লিগে মোহামেডানের এটি টানা চতুর্থ জয়।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে একপেশে ম্যাচে প্রথমার্ধে তিন গোল করে মোহামেডান। দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল । পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টো তিন গোল করেন। এছাড়া রিজওয়ান, আব্বাস, রাসেল মাহমুদ জিমি, সালমান ও মোহাম্মদ ইরফান একটি করে গোল করেন।
অন্যদিকে দিনের প্রথম খেলায় আজাদ এসসিকে ৩-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাব।
purchase diflucan “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders
For add
For add
For add
For add
for Add