for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০১৬, শনিবার, ২০:০৩:৪৯
পাঁচ পাকিস্তানি খেলোয়াড় আনা নিয়ে লিগের শুরু থেকেই বেশ বিপাকে ছিল ঊষা। তবে ক্লাব কাপের রানার্সআপ দলটি শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড় আনতে পেরেছে। যাদের নিয়ে লিগের প্রথম বড় ম্যাচে আজ (শুনিবার) মেরিনার্সকে ৪-১ গোলে হারিয়েছে পুরান ঢাকার দলটি।
পাঁচ পাকিস্তানি খেলোয়াড় নিয়ে শক্তিতে বেশ এগিয়েই ছিল ঊষা। খেলাতেও পড়েছে তার ছাপ। ২০ মিনিটে নিজেদের পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেয় ঊষা। লক্ষ্যভেদ করেন পাকিস্তানি খেলোয়াড় আলিম বেলাল। একক প্রচেষ্টায় দলকে দ্বিতীয় গোল এনে দেন পুষ্কর খিসা মিমো। ৬১ মিনিটে আশরাফুল আলমের করা গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মেরিনার্স। কিন্তু শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুই গোল আদায় করে নেয় ঊষা। ৬৬ মিনিটে হাসান যুবায়ের নিলয় এবং ৬৯ মিনিটে মাহবুব হোসেন গোল করেন। তাতে ৪-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঊষা।
অপরদিকে দিনের প্রথম খেলায় বাংলাদেশ রেলওয়েকে ৪-১ গোলে হারিয়েছে আজাদ এসসি। আগামীকাল (রবিবার) দুপুর ২টায় দিনের প্রথম খেলায় সাধারণ বীমা লড়বে ঢাকা ওয়ান্ডারার্সের সঙ্গে। দ্বিতীয় খেলায় লবড়ে সোনালী ব্যাংক ও ওয়ারী।
For add
For add
For add
For add
for Add