for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০১৬, সোমবার, ২২:১০:২৮
গ্রীন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় দিয়ে শুরু করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আজ (সোমবার) দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংককে ৭-৪ গোলের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে পুরান ঢাকার এই ক্লাবটি।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্সের হয়ে বিশাল, আল নাহিয়ান শুভ, সারোয়ার মোর্শেদ, হোসনে মোবারক ও মো: সজিব গোল করেন। দুটি করে গোল আসে বিশাল ও সারোয়ার মোর্শেদের স্টিক থেকে। সোনালী ব্যাংকের পক্ষে গোল করেন রকি ও ইরফান। এর মধ্যে রকির স্টিক থেকেই আসে তিনটি ফিল্ড গোল। ওয়ান্ডারার্স ক্লাব মাঠ ছাড়ে ৭-৪ গোলের জয় নিয়ে।
For add
For add
For add
For add
for Add