for Add
: ৪ মে ২০১৫, সোমবার, ১৩:২৭:৩৪
নিজস্ব প্রতিবেদক: আজিঙ্কা রাহানের ব্যাটিং ঝড়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারাল রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ব্রেবোর্ণ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে রাজস্থানের করা ১৮৯ রানের জবাবে দিল্লি ডেয়ারডেভিলস থেমে যায় ১৭৫ রানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এটি রাজস্থানের ষষ্ঠ জয়। রবিবার এই জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে গেল শেন ওয়াটসনের দল।
টসে হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পায় রাজস্থান এবং সেই সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
রাজস্থানের আজিঙ্কা রাহানে ব্যাটিং ঝড় তুলে ৫৪ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া করুণ নায়ের ৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ৬১ রান তোলেন।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষে নামা দিল্লি নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে। তবে শেষ ওভারে ১৫ রানের প্রয়োজন মেটাতে পারেনি তারা (১৭৫/৭)।
দিল্লির জেপি ডুমিনি সর্বোচ্চ ৫৬ রান করেন, দক্ষিণ আফ্রিকার এই তারকার ইনিংসটি ৩টি করে চারটি বিরাট ছক্কায় সাজানো।
For add
For add
For add
For add
for Add