for Add
: ৩ মে ২০১৫, রবিবার, ১১:৫৭:৩২
নিজস্ব প্রতিবেদক: অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনবদ্য ৬১ রান। ভুবনেশ্বর কুমার, মোয়েস হেনরিকুইসের আঁটোসাঁটো বোলিং। সে সুবাদে চেন্নাই সুপার কিংসকে ২২ রানে হারিয়ে দিল হায়দরাবাদ সানরাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৯২ রান তোলেন ওয়ার্নাররা। জবাবে মহেন্দ্র সিং ধোনিরা ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৭০ তুলতে সমর্থ হয়।
এদিন ওয়ার্নার ও শিখর ধাওয়ান দুর্দান্ত শুরু করেন। ওপেনিং জুটিতে ৮৬ রান তোলে হায়দরাবাদ। ধাওয়ান করেন ৩৭ রান। ২৮ বলে ৬১ রান করেন ওয়ার্নার। মুলতঃ এই দুই ব্যাটসম্যানই নাজেহাল করেছেন ধোনিদের। হেনরিকুইস করেন ১৯ রান। পাশাপাশি ৩২ রানে অপরাজিত থাকেন মর্গ্যান।
১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই। দলের ১৪ রানের মাথায় আউট হন ম্যাককালাম (১২)। সুরেশ রায়না (২৩) এবং ধোনিরা ( ২০) এদিন ব্যর্থ হলন। একমাত্র কিছু চেষ্টা করেছেন ডুপ্লেসিস ( ৩৩)। তিনি অবশ্য রান আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১৭০ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।
For add
For add
For add
For add
for Add