for Add
: ৩ মে ২০১৫, রবিবার, ০:০০:১৮
কেকেআর ১১১/৪ (রাসেল ৪৫)। আরসিবি: ১১৫/৩ (৯.৪ ওভার) মনদীপ ৪৫*
নিজস্ব প্রতিবেদক: তীরে এস তরী ডুবল! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সাত উইকেটে হেরে লিগ তালিকায় চার নম্বরে নেমে গেল কেকেআর৷কলকাতাকে টপকে তিনে উঠে এল ব্যাঙ্গালোর৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমে ১০ ওভারের ম্যাচ রং৷ প্রথম ব্যাট করে ১১১ রান তোলে কেকেআর৷আন্দ্রে রাসেলের ১৭ বলে ৪৫ রানের ইনিংসে ১০০ গণ্ডি টপকাযয় নাইটরাইডার্স৷
২৩ রান করেন রবীন উথাপ্পা৷রান তাড়া করে প্রথমে গেলই ঝড়ো এবং শেষ মনদীপ সিংয়ের সাহসী ইনিংসে নাইটদের সাত উইকেটে হারায় আরসিবি৷ ১৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মনদীপ৷ ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা৷ আট ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তিনে উঠে ব্যাঙ্গালোর৷ ম্যাচের সেরা মনদীপ৷
For add
For add
For add
For add
for Add