for Add
: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ৮:৩৬:২৬
নিজস্ব প্রতিবেদক: রানের পাহাড় তৈরি করেও জয়ের জন্য লড়াই করা হল না আরসিবি’র। সৌজন্যে অঝোর বৃষ্টি। ফলস্বরূপ রাজস্থান ও ব্যাঙ্গালোর এক-এক পয়েন্ট ভাগ করে নিল। বিরাট কোহলিদের ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টি নামে। ১১টা ১ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু করা গেলেও ২০ ওভারই খেলতে হত রাজস্থানকে৷ কিন্তু বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম করল না৷ অনেকক্ষণ অপেক্ষা করার পর ১১টা ৪০ মিনিটে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হল৷
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের গেইল ঝড় আর দেখা হল না৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যর্থ আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও৷তবে তাতেও আটকানো গেল না ব্যাঙ্গালোরবাহিনীকে৷ওয়াটসনদের সামনে রানের পাহাড় তৈরি করতে সফল আরসিবি৷
টস জিতে কোহলিদের প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যালস অধিনায়ক শেন ওয়াটসন৷ ক্রিস গেইল ও কোহলি ফেরার পর এবি ডেভিলিয়ার্সে ভর দিয়েই উঠে দাঁড়ায় ব্যাঙ্গালোর৷ ৪৫ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে রান আউট হন প্রোটিয়া ব্যাটসম্যান৷ মারেন ৯টি চার ও একটি ছয়৷ তাঁকে সঙ্গ দেন মনদীপ সিং (২৭) ও দীনেশ কার্তিক (২৭)৷
শেষে সারফারাজ খানের ২১ বলে অপরাজিত ৪৫ রানের দৌলতে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল আরসিবি৷ ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে আরসিবি৷টিম সৌদি দু’টি, ধাওয়াল কুলকর্নি ও স্টুয়ার্ট বিনি একটি করে উইকেট পান৷দ্বিতীয় ইনিংসে বল গড়ালো না৷৭ ম্যাচে তিনটে জয় ও একটা ড্র করে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এল আরসিবি৷ এদিকে, ৯ ম্যাচে ১২ পয়েন্ট ওয়াটসনদের৷একই পয়েন্ট নিয়ে (৭ম্যাচে) তালিকার শীর্ষে ধোনির চেন্নাই সুপার কিংস৷
For add
For add
For add
For add
for Add