for Add
: ৭ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৩:৫৮:২০
নিজস্ব প্রতিবেদক: বর্ণিল সাজে সেজেছে দক্ষিণাঞ্চলীয় জেলা নড়াইল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে গণসংবর্ধনা দিতেই পুরো নড়াইল যেন সেজেছে বধুর সাজে। মাশরাফি বরণে যেন উৎসবে মজেছে পুরো নড়াইলবাসী।
প্রথমবারের মত মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত হয়েছে নড়াইল।
আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মাশরাফিকে গণসংবর্ধনা দিবে নড়াইলবাসী। গণসংবর্ধনাটি আয়োজন করেছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। পুরো জেলা শহরকে নড়াইলের এ কৃতি সন্তানের আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজিয়েছে তারা। বিশাল এরিয়া নিয়ে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। জেলা শহরের প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের তোরণ, যেখানে সোভা পাচ্ছে মাশরাফির খেলার নানান সময়ের নানা ছবি।
For add
For add
For add
For add
for Add