for Add
: ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৭:৫৯:১১
নিজস্ব প্রতিবেদক: ইউরোপে আজ রাতে বসছে প্রীতি ম্যাচের আসর। অন্ততঃ ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইউরোপ এবং আমেরিকায়। তবে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোম এবং আমস্টারাডামে।
রোমে ইংল্যান্ডকে স্বাগত জানাতে প্রস্তুত ইতালি। সাবেক দুই বিশ্বসেরার সাম্প্রতিক ফর্ম খুব বেশি ভালো না হলেও সমান সমান। সুতরাং, প্রীতি হলেও এই ম্যাচ যে বারুদ ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। দু’দলের পুরনো লড়াইগুলোই এই বারুদ ছড়িয়ে দিতে খুব সহযোগিতা করবে, সন্দেহ নেই।
অপরদিকে আরেকটি বারুদের ম্যাচ অনুষ্ঠিত হবে আমস্টারডামে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং দু’বার রানারআপ নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে এই ম্যাচে। দু’দলের সাম্প্রতিক শত্রুতা এই ম্যাচে যে উত্তেজনা ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারেরমত শিরোপা জিতেছিল স্পেন। সেই স্পেনকে আবার গত বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৫-১ গোলে হারিয়েছিল ডাচরা। সুতরাং স্পেনের সামনে এটি আজ প্রতিশোধের ম্যাচ, সন্দেহ নেই।
মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের মুখোমুখি কেপভার্দের। সুইজারল্যান্ড মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের। প্রতিবেশী কাজাখস্তানের মুখোমুখি রাশিয়া, ইরান খেলবে সুইডেনের বিপক্ষে, স্লোভাকিয়া খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে।
তবে রাত শেষে ভোরের দিকে দর্শকরা বুঁদ হতে পারবেন বিশ্বসেরা ফুটবলার মেসি। তার দেশ আর্জেন্টিনা আগামীকাল ভোর ৬টায় ওয়াশিংটনে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টাইনরা।
For add
For add
For add
For add
for Add