for Add
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১১:৫৬:৪১
নিজস্ব প্রতিবেদক: অপ্রতিরোধ্য ব্রাজিল। রবিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা আটটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেল পেলের দেশ ব্রাজিল। ৭০ মিনিটে দানিলোর পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় রবার্তো ফিরমিনো।
জিতলেও অবশ্য, রোববারের ম্যাচটি ছিল বেশ ম্যাড়ম্যাড়ে। ফ্রি-কিক থেকে দু’বার গোলের সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। শুরু থেকেই দু’দলের খেলা ছিল বেশ অগোচালো। প্রথমার্ধে তো কেউ কারও জালই খুঁজে পায়নি। বরং হার্ড ট্যকালের জন্য রেফারি বেশ কয়েকজন ফুটবলারকে হলুদ কার্ড পর্যন্ত দেখাতে বাধ্য হন।
১১ জুন থেকে চিলিতে বসতে চলেছে কোপা আমেরিকার জমজমাট আসর। তার আগে নিজেদের প্রমাণ করার এটাই শেষ সুযোগ ছিল অ্যালেক্সিজ সানচেজদের চিলির সামনে; কিন্তু ফের ব্যর্থ তারা। গত চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতেই পরাস্ত হয়েলো চিলি।
অন্যদিকে, শিষ্যদের লাগাতার ভালো পারফরম্যান্সে বেজায় খুশি ব্রাজিলের কোচ দুঙ্গা। ২০১৪ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় মেয়াদে নেইমারদের দায়িত্বে আসেন তিনি। ব্রাজিলের কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত তিনি।
For add
For add
For add
For add
for Add