for Add
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৭:০৩:১৪
নিজস্ব প্রতিবেদক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারেরমত বিশ্বকাপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে অসি পেসারদের তোপের মুখে ৪৫ ওভারে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মাইকেল ক্লার্কের ৭৪ এবং স্টিভেন স্মিথের অপরাজিত ৫৬ রানের ওপর ভর করে ৩৩.১ ওভারেই (১০১ বল হাতে রেখে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর : টস: নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড: ১৮৩/১০, ৪৫ ওভার (ইলিয়ট ৮৩, টেলর ৪০, গাপটিল ১৫, উইলিয়ামসন ১২, সাউদি ১১, ভেট্টোরি ৯, ম্যাককালাম ০, অ্যান্ডারসন ০, রনকি ০, হেনরি ০, বোল্ট ০*; জনসন ৩/৩০, ফকনার ৩/৩৬, স্টার্ক ২/২০, ম্যাক্সওয়েল ১/৩৭)। অস্ট্রেলিয়া ১৮৬/৩, ৩৩.১ ওভার (ক্লার্ক ৭৪, স্মিথ ৫৬*, ওয়ার্নার ৪৫, ওয়াটসন ২*, ফিঞ্চ ০; হেনরি ২/৪৬, বোল্ট ১/৪০)। ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (পঞ্চমবার)।
For add
For add
For add
For add
for Add