for Add
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৩৮:৩২
জার্মানি ( রিউস ১৭’ ও পোডলস্কি ৮১’) ২ : ২ অস্ট্রেলিয়া ( ট্রোইসি ৪০’ ও জেডিনাক ৫০’)
নিজস্ব প্রতিবেদক: ম্যাচ শুরুর আগেই জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন টনি ক্রুস। কিন্তু ম্যাচের স্মৃতি মোটেই সুখকর হল না তার জন্য। ফ্রিটজ ওয়াল্টার স্টেডিওনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে তার দল ২-২ ড্র করল।
ম্যাচের ১৭ মিনিটে স্যামি খেদিরার বাড়ানো পাসে মার্কো রেউস বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এগিয়ে দেন। ম্যাচের ৪০ মিনিটেই অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান অসি স্ট্রাইকার জেমস ট্রোইসি। প্রথমার্ধে খেলা ১-১-এ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মিলি জেডিনাকের গোলে এগিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
কিন্তু ৮১ মিনিটে লো’র মুখরক্ষা করেন লুকাস পোডলস্কি। আন্দ্রে শুরলের বাড়ানো পাসে জার্মানিকে এ যাত্রায় বাঁচিয়ে দেন। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দিয়েই এদিন খেলল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক আঙ্গিনায় সকারুজরা নিজেদের ধীরেধীরে নিজেদের জাত চেনাতে শুরু করছে।
For add
For add
For add
For add
for Add