for Add
: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১১:০২:০৫
নিজস্ব প্রতিবেদক: মাঠে নামবেন মেসি, আর তাতে কোন রেকর্ড কিংবা মাইলফলক থাকবে না, তা কী করে হয়! হওয়ার কথাও নয়, হয় ও না। এই যেমন হলো না লেভান্তের বিপক্ষে ম্যাচেও। ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে যখন মাঠে নামলেন তখন, লা লিগায় নিজের ক্যারিয়ারে ৩০০তম ম্যাচের মাইলফলকে পৌঁছে গিয়েছিলেন মেসি।
গৌরবময় এই মাইলফলকটি কিন্তু এমনি এমনি উদযাপন করেননি। ৩ দিয়েই তিনশকে স্মরনীয় করে রাখলেন তিনি। তার হ্যাটট্রিকে ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
এ নিয়ে লীগে ২৩তম এবং ক্যারিয়ারে ৩১তম হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন সেনসেশন। ৩০০ ম্যাচে ২৬৯ গোল নিয়ে লা লিগায় সর্বোচ্চ স্কোরারের নাম লিওনেল মেসি। তবে, সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় মেসির নাম সেরা ৩০ জনেও নেই।
বার্সেলোনার কিংবদন্তী গোলরক্ষক এবং সদ্য বরখাস্ত হওয়া ফুটবল ডিরেক্টর ১৯৮১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লা লিগায় খেলেছেন সর্বাধিক ৬২২ ম্যাচ। রিয়াল কিংবদন্তী রাউল আলবিওল খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৫০ ম্যাচ।
For add
For add
For add
For add
for Add