for Add
: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:২৩:২৫
নিজস্ব প্রতিবেদক: রিয়াল-বার্সার চেয়ে এভাবে পিছিয়ে পড়তে হবে- কল্পনাই করতে পারেননি দিয়েগো সিমিওনে। অথচ পঁচা শামুকে পা কাটার মতো এস্টাডিও ব্যালাইডসে গিয়ে ২-০ গোলে পরাজয় বরণ করে আসতে হলো তার দল অ্যাটলেটিকো মাদ্রিদকে।
প্রথমার্ধে ঠিকই স্বাগতিকদের আক্রমণগুলো ভালোভাবে ঠেকিয়েছিল অ্যাটলেটিকো ডিফেন্ডাররা। আক্রমণ নিজেরাও করেছিল অনেক। কিন্তু গোলেরই দেখা পেলো না তারা। উল্টো দ্বিতীয়ার্ধের দু’টি গোলেই বিধ্বস্ত অ্যাটলেটিকো। লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার চেয়ে যথাক্রমে ৭ ও ৬ পয়েন্টের পার্থক্যে পিছিয়ে থাকল দিয়েগো সিমিওনের দল।
২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কার্লো অ্যানচেলোত্তির রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে বার্সা। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থাকা অ্যাটলেটিকোর সামনে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার।
কিন্তু নয় নম্বরে থাকা সেল্টা ভিগোর কাছে যে এভাবে ফার্নান্দো তোরেসদের আটকে যেতে হবে তা ভাবতেও পারেনি অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে কিংবা দলটির অতি বড় সমর্থকও।
ম্যাচের ৫৯ মিনিটে নোলিতোর পেনাল্টি অ্যাটলেটিকোকে পিছিয়ে দেয়। এরপর ৭১ মিনিটে ফের ওরেলানার গোল সিমিওনের দলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।
কোপা দেল’রে তে রিয়াল মাদ্রিদকে ছিটকে দেওয়া অ্যাটলেটিকোর খেলা দেখে মনে হয়নি যে তারা স্পেনের তৃতীয় শক্তি।
For add
For add
For add
For add
for Add