for Add
: ১০ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৮:১৫:২৯
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে বিধ্বস্ত হয়েছিল ভারত। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এসে আফগানিস্তানকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করল মহেন্দ্র সিং ধোনির দল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৬৪ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে আফগানিস্তান সংগ্রহ করে ২১১ রান।
ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে অসাধারণ ১৫০ রানের এক ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই আফগানদের রানের পাহাড়ে চাপা দিতে পেরেছে ভারতীয়রা। ১২২ বলে ১৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন রোহিত। ১২টি চার আর ৭টি ছক্কার মারে সাজানো ছিল তার ইনিংস।
এছাড়া সুরেষ রায়না ৭১ বলে ৫ চার আর ৩ ছক্কায়৭৫ রান করে রান আউট হন এবং আজিঙ্কা রাহানে অপরাজিত থাকেন ৮৮ রানে। তার ইনিংস সাজানো ছিল ১২ বাউন্ডারি আর ২ ছক্কায়।
অবশ্য আফগান পেসে শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছিল ভারত। শিখর ধাওয়ান আর বিরাট কোহলির উইকেট হারাতে হয়েছে ১৬ রানের মধ্যে। সেই ধাক্কা শুধু সামলে ওঠাই নয়, বিশ্বকাপে নবাগত আফগানিস্তানকে রীতিমত রানের পাহাড়ে চাপা দিয়েছে বর্তমান বিশ্বজয়ী ভারত।
জবাবে ব্যাট করতে নেমে নওরোজ মোগল করেন ৬০ এবং উসমান ঘানি করেন ৪৪ রান। ২৪ রানে অপরাজিত থাকেন আফসার জাজাই।
For add
For add
For add
For add
for Add