for Add
: ৬ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১৯:১০:০৫
নিজস্ব প্রতিবেদক: অসাধারণ ফুটবল খেললো বাংলাদেশ এবং অসাধারণ খেলা উপহার দিয়েই থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে পৌঁছে গেল মামুনুল-এমিলিরা। ম্যাচের ৪০ মিনিটে মামুনুলের কর্ণার কিক থেকে ভেসে আসা বলটিকে অসাধারণভাবে পা ঠেকিয়ে থাই যুবাদের জালে বল জড়িয়ে দেন নাসির। এই গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
থাইল্যান্ডের বিপক্ষে সেমিতে মুখোমুখি হওয়ার আগে অভাবনীয় দৃশ্য ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গ্যালারিতে ছিল না তিল ধারনের ঠাঁই। হাজার হাজার দর্শকে মুখরিত গ্যালারি। শেষ কবে ঢাকার মাঠে ফুটবল দেখতে গ্যালারিতে উপচে পড়ার দর্শকদের এমন দৃশ্য দেখা গেছে, তা খুঁজে বের করা মুস্কিল। তবে আজ, বিকাল থেকেই হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা। এমনকি গ্যালারিতে প্রবেশ করতে না পেরে হাজার হাজার দর্শককে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ফুটবল পাগল দর্শকদের হতাশ করেননি মামুনুলরা। অসাধারণ ফুটবলশৈলী উপহার দিয়ে যেমনি নজর কেড়েছে, তেমনি ম্যাচও জয় করে নিয়েছে বাংলাদেশের ফুটবলাররা।
টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার প্রত্যাশা নিয়ে। তবে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে পরাজয়ের পর কিছুটা ধাক্কা লেগেছিল। কিন্তু শ্রীলংকাকে হারিয়ে সেমি নিশ্চিত করার পর আকাশে উড়তে থাকা থাইল্যান্ডকে পরাজিত করে স্বপ্নের ফাইনালে ঠাঁই করে নিল বাংলাদেশ। ফাইনালে মালয়েশিয়ারই মুখোমুখি হবে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add