for Add
: ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৫:৪৩:৪০
নিজস্ব প্রতিবেদক: আগেরদিনই শুনেছেন তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার এখন তিনি। সে কারণেই হয়তো নিজের শ্রেষ্ঠত্বের আরেকটা প্রমান দিতে মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামকে বেছে নিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মেলবোর্ন রেনিগেডসের হয়ে আজ (মঙ্গলবার) সাকিব মাঠে নামলেন ব্রিসবেন হিটসের বিপক্ষে। টসে হেরে ব্যাট করতে নেমেই সাকিবের ঘুর্ণির মুখোমুখি হতে হলো ব্রিসবেন হিটসকে। বল হাতে ঘুর্ণি জাদুতে সাকিব একাই কুপোকাত করে দিলেন ব্রিসবেনের দলটিকে।
৪ ওভার বল করে মাত্র ১৩ রান একাই চার উইকেট দখল করেছেন সাকিব। শুধু তাই নয়, এন্ড্রু ফ্লিনটফের মত ক্রিকেটারকেও রানআউট করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিনি।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সাকিবের দল মেলবোর্ন রেনিগেডসের অধিনায়ক বেন রোহরার। ব্যাট করতে নেমেই সাকিবের ঘূর্ণি যাদুর সামনে পড়ে ব্রিসবেন হিট। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে সব ক’টি উইকেটে হারিয়ে ৮০ রান করে ব্রিসবেন হিট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য বিপদে পড়েছিল সাকিবের দল। ১৯ রানে ৩ উইকেট হারায় তারা। সাকিব নিজেও ব্যাট হাতে কিছু করতে পারেননি। মাত্র ২ রান করে আউট হন তিনি। শেষে বেন রোহরার এবং টম বিটন মিলে ৪২ রানের জুটি গড়ে মেলবোর্ন রেনিগেডসকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
অসাধারণ বোলিং করে চার উইকেট নেওয়ার কারণে ম্যাচ সেরা নির্বাচিত হন সাকিব।
For add
For add
For add
For add
for Add