for Add
: ২৪ জানুয়ারি ২০১৫, শনিবার, ১২:২৬:১৮
নিজস্ব প্রতিবেদক : আগেই জানা গিয়েছিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে শনিবার ভোরে ঢাকায় আসছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ভোর ৪টায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালেন দ্বিতীয়বারেরমত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আসা এই ডাচ কোচ।
ঢাকায় নেমেই সোজা বিকেএসপিতে চলে যান ডি ক্রুইফ। বাফুফে সূত্রে জানা গেছে, ‘ভোরে বিমান থেকে নেমে বিকেএসপি পৌঁছেই বিশ্রামে রয়েছেন ডি ক্রুইফ। এরপর আজ (শনিবার) বিকাল থেকেই মামুনুলদের দায়িত্ব নেবেন তিনি।’
শুক্রবারই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির সদস্য তাবিথ আউয়াল শনিবার ক্রুইফের আসার কথা জানিয়েছিলেন।
বাফুফে সূত্রে আরও জানা গেছে, দলের দায়িত্ব নেওয়ার আগে তার সঙ্গে স্বল্পমেয়াদের জন্য চূক্তির আনুষ্ঠানিকতা সারা হবে। এরপরই তিনি কাজে নেমে পড়বেন। ক্রুইফের সঙ্গে বাফুফের নতুন করে এ চূক্তি হচ্ছে সর্বোচ্চ ২ সপ্তাহের জন্য। বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ যতদুর টিকে থাকবে ক্রুইফের চাকুরির মেয়াদও হবে ততদিন।
মামুনুলরা মাঠে নামার মাত্র ৫ দিন আগে হাল ধরছেন ক্রুইফ। এ প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘তিনি আগেই কাজ শুরু করে দিয়েছেন। হল্যান্ডে বসেই প্রতিপক্ষ দেশগুলোর ভিডিও ফুটেজ দেখে তাঁর মতো করে পরিকল্পনা সাজিয়েছিলেন। ঢাকা আসার পর ট্যাকটিক্যালি কাজ চলবে।’
For add
For add
For add
For add
for Add