for Add
: ১৭ জানুয়ারি ২০১৫, শনিবার, ২১:৩৬:৪০
নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। আজ (শনিবার) উদ্বোধনী ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। গত ইনচন এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরে হারের ব্যবধানটা একটু কম, এই যা পার্থক্য।
খেলা শুরুর দুই মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। জাপানের পক্ষে গোলের সূচনা করেন মিয়াজাকি সুনিয়া। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুন কওে জাপান। দ্বিতীয় হাফে অবস্থা আরও খারাপ হয় লাল-সবুজ জার্সিধারীদের। ১৮ ও ২২ মিনিটে আরও দুটি গোল হজম করে তারা ।
তৃতীয় হাফের ৩১ মিনিটে পঞ্চম গোলের মধ্য দিয়ে শেষ হয় জাপানীদের গোলের উৎসব। ৪৪ মিনিটে জাপানীদের জালে একটি বল ঢোকাতে সক্ষম হয় লাল সবুজ জার্সিধারীরা। মামুনুর রহমান চয়ন পিসি থেকে একমাত্র গোলটি করেন (১-৫)। আগামীকাল (রবিবার) একই মাঠে বাংলাদেশ সময় দুপুর একটায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add