for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৭:৪৬:১৬

এবারের জাতীয় সাঁতারে নিজেকে রেকর্ডবয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সামিউল ইসলাম রাফি। বাংলাদেশ নৌবাহনীর এই সাঁতারু ১২ ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন ১১টিতেই। এর মধ্যে ব্যক্তিগত রেকর্ড করেছেন ৬টিতে, একটি রিলেতে। পুরুষদের বিভাগে সেরা সাঁতারুও হয়েছেন তিনি। তারপরও শেষ দিনে একটি আক্ষেপ রয়েই গেছে তার।
সাঁতারের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইল। এ ইভেন্ট দিয়ে নির্ধারণ হয় দ্রুততম সাঁতারু। বৃহস্পতিবার মিরপুরের জাতীয় সুইমিংপুলে জাতীয় সাঁতারের শেষ দিনে সবার দৃষ্টি ছিল এ ইভেন্টে। রেকর্ডের পর রেকর্ড করে স্বর্ণ দিয়ে মালা গাঁথা রাফির হাতে কি উঠবে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের স্বর্ণ? নাকি অন্য কেউ পাবেন দ্রুততম সাঁতারুর খেতাব?
এই অপেক্ষার শেষ হয়েছে রাফির হতাশা দিয়ে। পারেননি তিনি, রাফিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর আরেক সাঁতারু আসিফ রেজা। আসিফ রেজা স্বর্ণ জিতেছেন ২৪.১৮ সেকেন্ড সময় নিয়ে। সামিউল ইসলাম রাফি সাঁতার শেষ করেছেন ২৪.৩৯ সেকেন্ডে। এই একটি ইভেন্টেই স্বর্ণ জিততে পারেননি রাফি।
এদিকে মেয়েদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার। দুটি জাতীয় রেকর্ডসহ ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পেয়েছেন তিনি।
দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য, ১১টি ব্রোঞ্জ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ১০টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় হয়েছে। বিকেএসপি পেয়েছে ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ।
For add
For add
For add
For add
for Add