for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ২৩:১৬:১১

বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৭ পয়েন্টে নিয়ে রানারআপ হয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল।
এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম স্থান লাভ করেন।
অপরদিকে ৭ জন ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ সপ্তম, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ অষ্টম, সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ নবম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম দশম এবং অনত চৌধুরী একাদশ স্থান পেয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
কিন্তু ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে দ্বাদশ হয়ে ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ বাদ পড়েছেন।
এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত পর্বের খেলা বোর্ডে গড়াতে যাচ্ছে। এর আগে খেলোয়াড়দের নাম্বার ড্র ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে মোট ১৪ জন রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোকাবিলা করবেন। এর মধ্যে ৪৯তম জাতীয় ‘বি’ দাবা থেকে ১১ জন এবং সরাসরি অংশ নেবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, গতবারের রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
For add
For add
For add
For add
for Add