for Add

এককভাবে শীর্ষে উঠে এলেন ভারতের মিত্রভা

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় টানা চার জয় নিয়ে ভারতের আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এদিকে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ভারতের দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও কুস্তভ চ্যাটার্জী দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে তিন পয়েন্ট নিয়ে ৭ জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রে সুমিতস, ভারতের চার আন্তর্জাতিকমাস্টার সায়ন্ত দাস, শ্রীজিৎ পল. সংকল্প গুপ্ত ও অরন্যক ঘোষ।

২২ সেপ্টেম্বর হোটেল ৭১ এর আম্র-কাননে চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মিত্রভা আন্তর্জাতিকমাস্টার সায়ন্তকে, আন্তর্জাতিকমাস্টার কুস্তুভ ভারতের আন্তর্জাতিকমাস্টার সামেদ জয়কুমার শেঠীকে, আন্তর্জাতিকমাস্টার সংকল্প চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিনলেনিস্কিকে, ফিদেমাস্টার দেবরাজ ভারতের আন্তর্জাতিকমাস্টার সাহাকে, আন্তর্জাতিকমাস্টার শ্রীজিৎ ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপৌর মাসৌদ শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার নিয়ানগে রানিনদো দিলশানকে, শফিক আহমেদ কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টারআসেল আবদিজবারকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদীকে, ভারতের সুভায়ন কুন্ডু ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনকে, ভারতের সংকেত চক্রবর্তী মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, শ্রীলঙ্কার পিওমানথা সাসিত নিপুন স্বর্নাভো চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে, সাকলাইন মোস্তফা সাজিদ অনত চৌধুরীকে, শওকত হোসেন পল্লব ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মো. সাজিদুল হককে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসকে ও মোহাম্মদ শামীম ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।

এছাড়া আন্তর্জাতিকমাস্টার নুবাইরশাহ গ্র্যান্ডমাস্টার সুমিসসের সাথে, আন্তর্জাতিকমাস্টার অরন্যক গ্র্যান্ডমাস্টার জিয়ার সাথে, সৌরথ বিশ্বাস গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তার সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকোর সাথে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের মহিলা আন্তর্জাতিকমাস্টার অর্পিতা মূখার্জীর সাথে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভের সাথে, ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম এহসান মাঘামীর সাথে, ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে, মর্তুজা মাহাথির ইসলাম দেলোয়ার হোসেনের সাথে ও মারযুক চৌধুরী মো. শরীয়তউল্লার সাথে ড্র করেন।

পঞ্চম রাউন্ডের খেলা ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় হোটেল ৭১ এর লেভেল-৯ এর আম্র-কাননে শুরু হবে।

সব সংবাদ

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add