for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

ব্রাদার্সের নাটকীয় জয়

Kolabagan-Maskadsaলক্ষ্য ২৬৩ রান। কলাবাগান ক্রীড়া চক্র ৩ উইকেট হারিয়ে ৪৫ ওভারেই করে ফেলে ২৩৮ রান। জয়ের জন্য বাকি ৫ ওভারে দরকার ২৫ রান। হাতে ৫ উইকেট। তার চেয়েও বড় কথা, তখনো উইকেটে সেঞ্চুরিয়ান হ্যামিল্টন মাসাকাদজা। কলাবাগান ক্রীড়া চক্রের জয়কে সময়ের ব্যাপারই মনে হচ্ছিল তখন। কিন্তু আচমকা এক ঝড়ে আমূলে বদলে যায় ম্যাচের চিত্রনাট্য। মুড়িমুড়কির মতো উইকেট হারিয়ে কলাবাগান ক্রীড়া চক্র ৩ উইকেটে ২৩৮ থেকে ২৫৩ রানে অলআউট! মানে ১৫ রানে শেষ সাত উইকেটের পতন! ব্রার্দাস ইউনিয়ন পেয়ে যায় ৯ রানের নাটকীয় জয়।

অথচ ম্যাচে জয়টা কী দরকারই না ছিল মাশরাফি বিন মুর্তজার দলের জন্য! জিতলে রেলিগেশন শঙ্কা তো দূর হতোই, জিঁইয়ে থাকত সুপার লিগে খেলার স্বপ্নও। অধিনায়ক মাশরাফিও তাই জয়কে পাখির চোখ করেই নেমেছিলেন মাঠে। কিন্তু হেরে যাওয়ায় কলাবাগান কেসির সুপার লিগে খেলার স্বপ্নই শুধু ফিকে হয়ে যায়নি, রেলিগেশনের খড়্গে কাটা পড়ার শঙ্কাটা আরও গাঢ় হয়েছে। অন্যদিকে নাটকীয়ভাবে পাওয়া এই জয়ে সুপার লিগে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে ব্রাদার্সের।

দিনের অন্য দুই ম্যাচে বৃষ্টি হানা দিলেও বিকেএসপিতে তা হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলেই কিনা, টস জিতে কলাবাগান কেসির অধিনায়ক মাশরাফি প্রথমে নেন ফিল্ডিং। যদিও তার সিদ্ধান্তকে বুমেরাং বানিয়ে ব্রাদার্স ১ উইকেটেই করে ফেলে ১৬২ রান। শাহরিয়ার নাফীসের (১৫) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও তুষার ইমরানের ১২৬ রানের জুটি বড় সংগ্রহের ভিতই এনে দেয় ব্রার্দাসকে। ইমরুল ৬৭ ও তুষার করেন ৭৭ রান। কিন্তু এই দুজনের বিদায়ের পর ব্রাদার্সের আরও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ১ উইকেটে ১৬২ রান করার পরও ব্রাদার্স অলআউট হয়ে যায় ২৬২ রানে।

জবাবে সাদমান ইসলাম ও উসিমউদ্দিন কলাবাগান কেসিকে এনে দেন ৫৬ রানের উদ্বোধনী জুটি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে বলতে গেলে দলকে একাই জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা জিম্বাবুইয়ান ব্যাটসম্যান মাসাকাদজা। কিন্তু মুহূর্তের ঝড়ে সব শেষ। কলাবাগান কেসির ইনিংসে মোড়কের শুরুটা মেহরাব জুনিয়রকে দিয়ে। এরপর একে একে ফিরে যান অধিনায়ক মাশরাফি, মাসাকাদজা, শরীফউল্লাহ, তানভীর হায়দার, রাজ্জাক ও দেওয়ান সাব্বির। এক ছক্কা, নয় চারে সাজানো ১০৯ বলে ১১১ রানের ইনিংস মাসাকাদজাকে ম্যাচসেরার পুরস্কার হয়তো এনে দিয়েছে। কিন্তু হঠাৎ পা পিছলে জয় হাতছাড়া করার আফসোসটাই নিশ্চয় বড়।
সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স : ৪৯.৩ ওভারে ২৬২ (নাফীস ১৫, ইমরুল কায়েস ৬৭, তুষার ৭৭, মিলিন্দ কুমার ২৭, নূর আলম ২৩, সাদিকুর ২২; সাব্বির ১৮/২, শরীফউল্লাহ ২৮/২, মাসাকাদজা ৪৩/২, রাজ্জাক ৫৬/২)।

কলাবাগান কেসি: ৪৯.২ ওভারে ২৫৩ (মাসাকাদজা ১১১, তাসামুল ৪৫, সাদমান ৩০, জসিমউদ্দিন ৩০; নাবিল ৪৮/৪, সাদিকুর ২৩/২, মিলিন্দ ২৭/১, আসিফ ৪২/১, তুষার ৪৪/১)।

ফল: ব্রাদার্স ৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা (কলাবাগান ক্রীড়া চক্র)

সব সংবাদ

শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add