for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ১৯:৩২:৫৮
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ নারী দল ও পুরুষ দলের কিছু সদস্য দেশে ফিরেই অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন। গতকাল (মঙ্গলবার) বার্বাডোজের গ্রান্টলে অ্যাডামস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্রীড়া বিষয়ক মন্ত্রী স্টিফেন লেইসলি এবং পর্যটন বিষয়ক মন্ত্রী রিচার্ড স্যালি এবং বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল গার্নার নারী ও পুরুষ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত অসংখ্য ভক্ত-সমর্থক ও পরিবারের সদস্যরা ক্রিকেটারদের দেখে হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একটা সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে ক্রিকেটারদের নিয়ে বিশাল মোটর শোভাযাত্রা দক্ষিণ উপকুল জুড়ে পুরো শহরকে প্রদক্ষিণ করে। জনতার এ অসাধারণ ভালোবাসা পেয়ে অসম্ভব আনন্দিত নারী দলের অধিনায়ক স্টেফানী টেইলর বলেন, ‘অভ্যর্থনাটা অসাধারণ ছিল। আমরা চমকে গেছি। জানতাম না যে এতো বড় আয়োজন করা হয়েছে। যখনই আমাদের বলা হলো বিমানে কিচ্ছুক্ষণ অপেক্ষা করতে,আমরা বুঝতে পারছিলাম না কি হতে যাচ্ছে। বের হয়ে দেখি সবাই আমাদের বরন করে নেওয়ার জন্য দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি এর আগে কখনো মোটর শোভাযাত্রায় উঠিনি। বিশ্বকাপ জিতে এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো আজ।’
নারী দলের সবাই ফিরলেও পুরুষ দলের কেবল যাদের বাড়ি বার্বাডোজে, কেবল তারাই ফিরেছেন। বাকিদের যে যার মত তাদের দ্বীপে চলে গেছেন। আর ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার ও লেন্ডল সিমন্স রয়ে গেছেন ভারতেই শনিবার (১০ই এপ্রিল) থেকে শুরু হওয়া আইপিএলের নতুন পর্বে যোগ দেবার জন্য।
For add
For add
For add
For add
for Add