for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ১৭:৫৭:৫৭
ডোপিং কেলেঙ্কারিতে বিধ্বস্ত রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন যিনি তাঁর নাম- বেসলান মুদরানোভ। গতকাল (শনিবার) জুডোর পুরুষ বিভাগে ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে দেশকে আনন্দে ভাসান তিনি।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ কেলেঙ্কারির জন্য এবারের অলিম্পিকে নিষিদ্ধ হয়েছেন রাশিয়া ১১৮ জন অ্যাথলেট। অলিম্পিকে বরাবরের শীর্ষ সারির দেশ রাশিয়া থেকে এবার তাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র ২৭১ জন। গেমসে আসার আগেই বিদ্ধস্ত রাশিয়ার জন্য মুদরানোভের এই সোনার তাৎপর্য তাই অনেক বেশি।
এদিকে মুদরানোভের কাছে হেরে এই ইভেন্টের বিশ্বচ্যাম্পিয়ন কাজাখিস্তানের ইয়েলদোস সেমেতোভ পেয়েছেন রুপা।
For add
For add
For add
For add
for Add