for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ১৩:০৯:৫৬
ভিয়েতনামের ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ভিন জুয়ান হোয়াং। এ শ্যুটারের কল্যানে অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম স্বর্ণ পদকের মুখ দেখলো দেশটি। রিও অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ২০২.৫ স্কোর করে ইতিহাসে নাম লেখান হোয়াং। এ ইভেন্টে ফেভারিট ছিলেন স্বাগতিক ব্রাজিলের ফেলিপ ওউ। দুর্ভাগ্য তার, অল্প ব্যবধানে স্বর্ণ হাতছাড়া হয়েছে তারা। ২০২.১ স্কোর করে রৌপ্য জিতেছেন স্বাগতিক শ্যুটার। তার হাত ধরেই প্রথম পদক জমা হয়েছে স্বাগতিকদের ঝুলিতে।
ব্রোঞ্জ জিতেছেন চিনের প্যাং উই। তিনি স্কোর করেছেন ১৪০.৪। এ ইভেন্টে গত আসরে স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়ার জিন জং হয়েছেন পঞ্চম।
For add
For add
For add
For add
for Add