for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০১৬, বুধবার, ১২:১৪:২৭
কোয়ার্টার ফাইনালে এক গোল করে বসেছিলেন বাতিস্তুতার পাশে। সেমিফাইনালে এক গোল করে ছাড়িয়ে গেলেন বাতিগোলকে। আর্জেন্টিনার জার্সি গায়ে ১১২ তম ম্যাচে করেছেন ৫৫ তম গোল। আজ (বুধবার) সকালে এ গোলটি নিয়ে গেছেন আর্জেন্টিনার সব ফুটবলারের উপরে। ৫৫ গোল করে তিনিই এখন ম্যারাডোনার দেশের সর্বাধিক গোলদাতা। পেছনে থাকাদের মধ্যে একমাত্র আগুয়েরো আছেন খেলায়। অন্য তিনজন বাতিস্তুতা (৫৪), ক্রেসপো (৩৫) ও ম্যারাডোনাতো (৩৪) এখন অতীত। ৩৩ গোল করা আগুয়েরোর পক্ষে মেসিকে টপকানো অসম্ভবই বলতে হবে। দুর্দান্ত ফর্মে থাকা মেসিতো নিজেকেই ছাড়িয়ে যাবেন দিন দিন।
এটি টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল। আর সেই গোল দিয়েই গড়লেন ইতিহাস। ব্যক্তিগত অর্জনের এই রাতে মেসির দল আর্জেন্টিনাও যুক্তরাষ্ট্রকে ৪-০ হারিয়ে উঠে গেছে ফাইনালে। কোপা আমেরিকা শুরুর আগে বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন মেসি। পানামা ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিকের পর কোয়ার্টার ফাইনালে দলের তৃতীয় গোলটি করেন। যে গোলটা মেসিকে বসিয়ে দিয়েছিল বাতিস্তুতার পাশে।
For add
For add
For add
For add
for Add